ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, সেপ্টেম্বর ১, ২০১৭
কুষ্টিয়ায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় 

কুষ্টিয়া: কুষ্টিয়ায় ঈদুল আযহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে। 

শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা শহরতলীর ২৩টি ঈদ জামাতের সময় নির্ধারণ করেছে জেলা ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসন।

 

কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান বাংলানিউজকে বলেন, শহরের মধ্যে ২৩টি ঈদগাহে ঈদ জামাতের সময় নির্ধরণ করা হয়েছে। এর মধ্যে ১৩টি জামাত সকাল ৮টায়, আটটি জামাত সকাল সাড়ে ৭টায় এবং দু’টি ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।  

তিনি আরও জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে ঈদগাহে পুলিশ, র‌্যাব এবং সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।  

শহরের বাইরের বিভিন্ন উপজেলায় স্ব-স্ব ঈদগাহ্ ময়দানে ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।  
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।