bangla news

চামড়া পাচাররোধে নওগাঁ সীমান্তে সর্তক বিজিবি-পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-০১ ৯:৫৬:৪৩ এএম
সীমান্তে চামড়া পাচার রোধে কঠোর বিজিবি-পুলিশ

সীমান্তে চামড়া পাচার রোধে কঠোর বিজিবি-পুলিশ

নওগাঁ: ভারতে চামড়া পাচাররোধে নওগাঁ সীমান্তে কড়া নজরদারি বসিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নওগাঁ জেলা পুলিশের সদস্যরা।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) নওগাঁ-১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খিজির খান বাংলানিউজকে এসব কথা জানান। 

তিনি বলেন, ‘কোন ভাবেই দেশের বাইরে চামড়া পাচার হতে দেওয়া হবে না। আমরা আইন শৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর রয়েছি।’ 

তিনি আরও বলেন, জেলার সাপাহার, নিয়ামতপুর, পোরশা, ধামইরহাট সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ভারতে চামড়া পাচারের শংকা রয়েছে এমন স্থানে গুলোতে সতর্ক চৌকি বসানো হয়েছে। সীমান্তের ৮ কিলোমিটার পর্যন্ত দেশের অভ্যন্তরে চামড়া মজুদের কোনো গুদাম বা মজুদাগার স্থাপন করতে পারবে না, করতে দেওয়াও হবে না। 

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, আমরা বিষয়টি নিয়ে বিজিবি এবং জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেছি। কোরবানির চামড়াবাহী কোনো গাড়ি সীমান্তের দিকে যেতে দেওয়া হবে না। 

জেলার সীমান্তে যাতায়াতের সড়ক ও পথ ঘাটগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৭
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   কোরবানির চামড়া
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2017-09-01 09:56:43