ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘ছাত্রলীগের সঙ্গে আমার আত্মার সম্পর্ক’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
‘ছাত্রলীগের সঙ্গে আমার আত্মার সম্পর্ক’ অনুষ্ঠানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাশে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান

ঢাকা: ছাত্রলীগের প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘ছাত্রলীগের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, ‘ছাত্রলীগের কাছে আসলে মনে হয় যে মন খুলে কথা বলি। আমি নিজেও একজন সামান্য সদস্য ছিলাম, একজন কর্মী ছিলাম।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, ‘কর্মী হিসেবে ছাত্রলীগের সঙ্গে রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিলাম। বলতে গেলে এটাই হচ্ছে মূল সংগঠন। ’ 

ভবিষ্যতের নেতা হতে ছাত্রলীগের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগকে বলবো জাতির পিতা সবসময় বলতেন ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস। এই কথাটা ছাত্রলীগ কখনো যেন ভুলে না যায়। ’

‘ছাত্রলীগের মূলমন্ত্র, শিক্ষা-শান্তি-প্রগতি। শিক্ষাটাই গুরুত্বপূর্ণ। সংগঠনের প্রতিটি নেতাকর্মী সুশিক্ষায় শিক্ষিত হবে এটা আশা করি। ভবিষ্যতে নেতৃত্বে আসতে হবে, কাজেই শিক্ষাটা একান্তভাবে প্রয়োজন। ’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘অশিক্ষিতদের হাতে নেতৃত্ব পড়লে দেশের কি সর্বনাশ হতে পারে সেটাতো আমরা দেখেছি। তারা মানুষ পুড়িয়ে মারতে পারে, দুর্নীতি করতে পারে, লুটপাট, মানি লন্ডারিং করতে পারে। নিজেদের বিত্ত-বৈভব গড়তে পারে কিন্তু দেশের মানুষকে কিছু দিতে পারে না। ’ 

‘ছাত্রলীগের নেতা-কর্মীদের বলবো জাতির পিতার আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। ’ 

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা পড়ারও পরামর্শ দেন আওয়ামী লীগ সভাপতি।

শেখ হাসিনা বলেন, ‘যখনই কোনো দুর্যোগ, দুর্বিপাক হয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়ায়। আওয়ামী লীগের এটাই কাজ, বঙ্গবন্ধুর আদর্শ। এই আদর্শ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ’ 

জিয়া-এরশাদ-খালেদা সবাই খুনিদের মদতদাতা

বঙ্গবন্ধুর খুনিদের বিচার না করে আশ্রয় ও পুরস্কৃত করার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘খুনিদের মদত, জিয়া, এরশাদ, খালেদা জিয়া সবাই দিয়েছিলেন। সংসদে বসিয়েছিলেন, তাদের নানাভাবে উৎসাহিত করা ও পুরস্কৃত করা হয়েছে। ’

‘কেন? সেটাও বুঝি আমাকে আঘাত দেওয়ার জন্য। আমি যাতে ভেঙে পড়ি সে জন্য। ’

প্রতিকূল অবস্থার মধ্যে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কোন বাবার মেয়ে, কোন মায়ের মেয়ে সেটা তারা (জিয়া-এরশাদ-খালেদাসহ বিরোধীরা) উপলব্ধি করতে পারেনি। ’

‘প্র্রতিকূল অবস্থার মধ্যে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে আওয়ামী লীগ তিন বার সরকার গঠন করেছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। ’

‘যুদ্ধাপরাধী; যাদের সাজা হয়েছিল তাদের সবাইকে মুক্ত করে দেওয়া হয়। খুনি, সন্ত্রাসী, স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠিত করা হয়। ’

১৯৭৫ সালের পর ইতিহাস বিকৃতির কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কয়েকটা জেনারেশেন তো হারিয়ে গিয়েছিল, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের সঠিব ইতিহাস জানতেই পারেনি। ’

এসময় তৃণমূল আওয়ামী লীগের প্রশংসা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের তৃণমূল নেতারা সবসময় সঠিক সিদ্ধান্ত নেন। কিন্তু উচ্চমহল একটু উল্টাপাল্টা হয়ে যায় মাঝে মধ্যে। ’

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের বিশেষ প্রকাশনা ‘মাতৃভূমি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।