ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বন্যাদুর্গতদের সাহায্যার্থে বিজিবির মেডিকেল ক্যাম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
বন্যাদুর্গতদের সাহায্যার্থে বিজিবির মেডিকেল ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁয় বন্যাদুর্গতদের সাহায্যার্থে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ আগস্ট) সকালে সদর উপজেলার ইকরতারা এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ১৬ বিজিবির অধিনায়ক মোহাম্মদ হোসেন।

চিকিৎসা সেবা দেন ১৬ বিজিবির মেডিকেল অফিসার মেজর মোসআব আব্দুল্লাহ। এতে বিজিবি কর্মকর্তা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
এসময় বন্যার্তদের খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা ও পুনর্বাসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিজিবি কর্মকর্তারা।

তারা জানান, বন্যা শুরু হওয়ার পর থেকেই ১৬ বিজিবি নওগাঁর বিভিন্ন স্থানে দুর্গতদের মধ্যে শুকনো খাবারসহ ত্রাণ সামগ্রী, চিকিৎসা সেবা ও রান্না করা খাবার বিতরণ করে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।