ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বোরকা পরা বাধ্যতামূলক নয়: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০
বোরকা পরা বাধ্যতামূলক নয়: হাইকোর্ট

ঢাকা: কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা পরা বাধ্যতামূলক না করার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে মেয়েদের বিরত না রাখারও নির্দেশ দেওয়া হয়।



রোববার বিচারপতি এএইচএম সামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এই নির্দেশ দেন।

আদালত বোরকা পরা বাধ্যতামূলক করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, সমাজকল্যাণসচিব এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের প্রতি রুল জারি করেন।

সম্প্রতি নাটোরের রানী ভবানী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক কলেজের ছাত্রীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক করেন এবং তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন।

রোববার একটি জাতীয় দৈনিকে সংবাদটি প্রকাশিত হলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক এবং এম হাফিজুল আলম হাইকোর্টে রিট করেন।

আদালত কলেজটির অধ্যক্ষ মোজাম্মেল হককে আগামী ২৬ আগস্ট আদালতে সশরীরে হাজির হয়ে তার অবস্থান ব্যাখ্যা করারও নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।