ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাতের ফ্লাইটে হজে যাবেন ৮১ টিকিট বঞ্চিত যাত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
রাতের ফ্লাইটে হজে যাবেন ৮১ টিকিট বঞ্চিত যাত্রী রাতের ফ্লাইটে হজে যাবেন ৮১ টিকিট বঞ্চিত যাত্রী, ছবি: বাংলানি‌উজ

ঢাকা: এবার বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনের শেষ ফ্লাইট সোমবার (২৮ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে। এখনও ভিসা-পাসপোর্ট থাকা সত্ত্বেও টিকিট হাতে পাননি অনেক বঞ্চিত যাত্রী।

তবে যে সব যাত্রীরা টিকিটের অভাবে হজে যেতে পারছেন না, তাদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন। রাতের ফ্লাইটে হজে যাবেন ৮১ টিকিট বঞ্চিত যাত্রী, ছবি: বাংলানি‌উজ

তিনি জানান, ‌‌'এদিন রাত ৮টা ১০ মিনিটের সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৫ ফ্লাইটে তাদের হজে পাঠানো হবে।

' তবে কোনো কারণে যদি তাদের যাত্রা ব্যহত হয়, তাহলে আগামী বছর এ খরচেই অতিরিক্ত কোনো ফি ছাড়া তাদের প্রথম ফ্লাইটে হজে পাঠানো হবে বলেও জান‍ান তিনি।

বজলুল হক হারুন বাংলানিউজকে বলেন, আমার কাছে ৮১ জনের তথ্য রয়েছে যারা ভিসা-পাসপোর্ট পেয়েছেন। সকাল থেকে তাদের হজে নেওয়ার বিষয়ে কাজ করছি। তাদের এজেন্সিরা তো পালিয়েছেন। এখন সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে কথা বলে টিকিটের ব্যবস্থা করছি। আশা করি প্রত্যেকেই সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৫ ফ্লাইটে ঢাকা ছাড়তে পারবেন।

একইদিন সকাল ৯টা থেকে হজ ক্যাম্প ঘুরে বিভিন্ন এজেন্সির শতাধিক হজযাত্রীকে পাসপোর্ট ভিসা নিয়ে অবস্থান করতে দেখা গেছে। তাদের কেউই টিকিট পাননি বলে দাবি করেন ওই ভুক্তভোগী হজযাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসআইজে/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।