ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পারের অপেক্ষায় সাড়ে ৩শ’ গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পারের অপেক্ষায় সাড়ে ৩শ’ গাড়ি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পারের অপেক্ষায় সাড়ে ৩শ’ গাড়ি

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট পারের অপেক্ষায় রয়েছে সাড়ে ৩শ’ যানবাহন। 

পদ্মার তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে এই নৌরুটে।  

পোশাক শ্রমিকদের ঈদুল আজহার প্রথম দফার ছুটি শুরু হয়েছে সোমবার (২৮ আগস্ট)।

তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ।

শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী বাংলানিউজকে জানান, সকাল থেকে ১৬টি ফেরি চলাচল করছে এই নৌরুটে। ঈদে বাড়ি যেতে শুরু করেছে মানুষ। তাই যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে এই রুটে। ঘাট এলাকায় পারের অপেক্ষায় পণ্যবাহী দুই শতাধিক ট্রাক এবং যাত্রীবাহী দেড় শতাধিক গাড়ি নদী পারের অপেক্ষায় রয়েছে। পারের ক্ষেত্রে কোরবানির গরু এবং যাত্রীবাহী গাড়িগুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা থেকে ঘাটে ৮শ’ যানবাহনের লাইন সোমবার সকালে শেষ হয়েছে।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলামান বাংলানিউজকে বলেন, লঞ্চ ও স্পিডবোট ঘাটে তুলনামূলক বেশি যাত্রী পার হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই যাত্রী পারাপার করছে এখানকার ৮৬টি লঞ্চ ও ৩ শতাধিক স্পিডবোট।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।