ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও শিডিউলে নেই রেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও শিডিউলে নেই রেল কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড়

ঢাকা: কমলাপুর রেলস্টেশন থেকে বাড়ি ফিরছে মানুষ। কিন্তু বিলম্বে যাত্রা করছে প্রায় সব ট্রেন। শিডিউলে ফিরতে পারছে না ট্রেনগুলো।

সোমবার (২৮ আগস্ট) দেরি করে ছেড়েছে একতা এক্সপ্রেস, নীলসাগর, সুন্দরবন ও লালমনি এক্সপ্রেস। এ হিসেবে দিনশেষে বড় মাপের শিডিউল বিপর্যয়ে পড়তে যাচ্ছে রেলওয়ে।

কমলাপুর স্টেশন সূত্র জানায়, কোরবানির ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির দ্বিতীয় দিন ১৯ আগস্ট যারা টিকেট কিনেছিলেন, তারা সোমবার ঢাকা থেকে বাড়ির পথে যাত্রা করছেন।

এবার ঈদ উপলক্ষে প্রতিদিন সারাদেশে প্রায় ২ লাখ ৬৫ হাজার যাত্রী পরিবহন করবে রেলওয়ে। এছাড়া ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ঈদের পরে ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে রেলওয়ের।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।