ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

গুলশান থেকে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
গুলশান থেকে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

ঢাকা: রাজধানীর গুলশান এলাকা থেকে বাংলাদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান আরএমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনিরুদ্ধ রায়কে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।

রোববার (২৭ আগস্ট) বিকেলে গুলশান ১ ও ২ নম্বরের মাঝামাঝি সড়ক থেকে তাকে অপহরণ করা হয়।

এ ঘটনায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

পরিবারের অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, গুলশান ১ নম্বরের কাছে ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। তাকে তুলে নিয়ে যাওয়ার সময় ওই মাইক্রোবাসে কতজন ছিল তা জানা যায়নি।

তবে ঘটনার সময় অনিরুদ্ধ রায়ের সঙ্গে তার গাড়ির চালক ছিলেন। চালককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি আবু বকর সিদ্দিক।

পরিবার সূত্র জানিয়েছে, তিনি ৭ বার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যক্তিত্ব (সিআইপি) হিসেবে সরকারের পক্ষ থেকে স্বীকৃতি পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।