ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে পারের অপেক্ষায় ৮০০ যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে পারের অপেক্ষায় ৮০০ যানবাহন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে পারের অপেক্ষায় আটকে আছে আট শতাধিক যানবাহন।

রোববার (২৭ আগষ্ট) সন্ধ্যার পর থেকে এ ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ঘাট পার হতে অপেক্ষা করতে হচ্ছে। বর্তমানে পদ্মার তীব্র স্রোতের সাথে পাল্লা দিয়ে ১৩টি ফেরি চলাচল করছে এ ঘাটে।

বিআইডব্লিউটিসি এর সহাকারি ব্যবস্থাপক (বাণিজ্য)  মো. জসিম শিকদার বাংলানিউজকে জানান, সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ ও পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি ঘাট পারের অপেক্ষায় আট শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। পদ্মার স্রোতে দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর থেকে কম গতি নিয়ে ফেরি চলাচল করায় দীর্ঘ সময় এবং ফেরি সংখ্যা কমিয়ে চলাচল করায় এই চাপ বেড়েছে।

শিমুলিয়া ঘাটের সহাকারী মহা ব্যবস্থাপক খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, ৩৫০টি খালি ট্রাককে অগ্রাধিকার ভিত্তিতে ঘাটে আগে উঠতে দেওয়া হচ্ছে। এসব ট্রাক কাঁঠালবাড়ি ঘাট থেকে পশু বোঝাই করে আবার নিয়ে আসবে। এছাড়াও ছোট-বড় যাত্রীবাহী যানবাহনগুলোকে অবস্থা বুঝে ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে।

তবে এই চাপ কমে আসছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।