bangla news

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পশু হাটে আনলে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-২৭ ৮:৩৮:২০ এএম
ডিএসসিসি মেয়র সাঈদ খোকন-ছবি- জি এম মুজিবুর

ডিএসসিসি মেয়র সাঈদ খোকন-ছবি- জি এম মুজিবুর

ঢাকা: জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পশু হাটে আনবেন না,  ব্যবসায়ীদের প্রতি এমন আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, কোনোভাবেই অসুস্থ কোরবানির পশু হাটে আনা যাবে না। নির্দেশের ব্যত্যয় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে আইডিইবি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও সম্ভাবনার বাংলাদেশ-প্রেক্ষিত পেশাজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মেয়র একথা বলেন।  

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি সভাপতি একেএমএ হামিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।  

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল,  কাউন্সিলর  ফরিদউদ্দিন আহমেদ রতন প্রমুখ।

মেয়র বলেন, প্রতিটি পশুর হাটে আমাদের চিকিৎসক থাকবেন। হাটগুলো কঠোর মনিটরিংয়ের আওতায় থাকবে। কোনোভাবেই জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পশু হাটে আনা যাবে না।

নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, প্রতিটি বাড়িতে পলিব্যাগ পৌঁছে দেওয়া হচ্ছে। আপনারা নির্দিষ্ট জায়গায় পশু কোরবানি করার পর রক্ত ভালোভাবে ধুয়ে ফেলুন। আমরা ব্লিচিং পাওডার, সেভলন দিয়েছি। এমন কি সব উপকরণই দেওয়া  হবে। সবার সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। প্রয়োজনে আমাদের হট লাইনের সহযোগিতা নিতে পারবেন নগরবাসী।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসএম/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2017-08-27 08:38:20