ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পারের অপেক্ষায় ৪শ’ যানবাহন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পারের অপেক্ষায় ৪শ’ যানবাহন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে চার শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। পদ্মার তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে এ নৌরুটে।

রোববার (২৬ আগস্ট) সকাল থেকে ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ বাংলানিউজকে জানান, সকাল থেকে শিমুলিয়া ঘাটে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। পদ্মার তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরি চালাতে হিমশিম খেতে হচ্ছে। ঈদকে সামনে রেখে যাত্রী পারাপারের জন্য আরও পাঁচটি ফেরি যোগ হবে দুই থেকে তিনদিনের মধ্যে। কাঁঠালবাড়ি ঘাট থেকে গরু আনার জন্য খালি ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হচ্ছে। এছাড়া পণ্যবাহী ট্রাকগুলোকে পারাপারের জন্য বাড়তি সময় নিতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।