ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিমানের ৪টি অতিরিক্ত ফ্লাইট ছাড়বে রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
বিমানের ৪টি অতিরিক্ত ফ্লাইট ছাড়বে রোববার বিমানের ৪টি অতিরিক্ত ফ্লাইট ছাড়বে রোববার, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: অবশিষ্ট যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও আটটি অতিরিক্ত ফ্লাইটের অনুমতি পেয়েছে।

তার মধ্যে একটি ফ্লাইট বিজি-১৫১১ শনিবার (২৬ আগস্ট) দিনগত রাত ১টা ৪৪ মিনিটে চারশ’ ১৯জন যাত্রী নিয়ে রাজধানী ছেড়ে ভোর ৪টা ৫৮ মিনিটে জেদ্দায় পৌঁছেছে।

এছাড়া হজ যাত্রীদের নিয়ে রোববার (২৭ আগস্ট) বিমানের আরও তিনটি অতিরিক্ত ও একটি নিয়মিত ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে।

এদিকে রোববার ভোর ৪টা ২৫ মিনিট হতে সকাল ১১টা পর্যন্ত এক হাজার দুইশ’ ৩৯ জন যাত্রী নিয়ে সৌদি এয়ারলাইন্সের তিনটি ফ্লাইট জেদ্দায় উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।

এদিন সৌদি এয়ারলাইন্সের ১৩টিসহ মোট ১৮টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হবে বলে হজ অফিস জানিয়েছে। এখন পর্যন্ত হজ পৌঁছাতে বাকী রয়েছেন মোট ছয় হাজার চারশ’ ৭১ জন যাত্রী।

এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়। এবার হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে ৯৯৩ জনের ভিসা হয়নি। বিমানের ৪টি অতিরিক্ত ফ্লাইট ছাড়বে রোববার, ছবি: শাকিল আহমেদরোববার সকাল ৯টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একশ’ ৮২টি ও সৌদি এয়ারলাইন্সের একশ’ ৬৭টি ফ্লাইটসহ মোট তিনশ’ ৪৯টি ফ্লাইটে মোট এক লাখ ১৯ হাজার সাতশ’ ৩৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসআইজে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।