ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে বিজিবি সদস্যসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
জয়পুরহাটে বিজিবি সদস্যসহ আটক ২

জয়পুরহাট: জয়পুরহাটে শহরে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আটকদের মধ্যে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারী গ্রামের মজিবুর রহমানের ছেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মাহবুবুর রহমান (২৫) ও তার সহযোগী একই গ্রামের মোহাম্মদ আলী দেওয়ানের ছেলে সিরাজুল ইসলাম (৩৫)।  

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ আগস্ট) রাতে শহরের ‘ফুড-বে’ মিনি চাইনিজ রেস্তোরা থেকে তাদের আটক করা হয়।

 

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুমের নেতৃত্বে ওই চাইনিজ রেস্তোরা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাহবুবুর রহমানের কাছ থেকে ৮শ‘ পিস ও সিরাজুল ইসলামের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, ‍মাহবুবুর রহমান বিজিবি সদস্য হিসেবে কক্সবাজারের টেকনাফে (বিজিবি-২) কর্মরত থাকার কথা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসজেএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ