ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণ, সতর্ক বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণ, সতর্ক বিজিবি

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। 

শনিবার (২৬ আগস্ট) বিকেলে তুমব্রু ২ নম্বর পিলারের কাছে ৮ থেকে ১০ রাউন্ড গুলিবর্ষণ করে তারা।

বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমারে সংর্ঘষের ঘটনায় ভয়ে অনেক রোহিঙ্গা মুসলমান জীবন বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য ওই দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অপেক্ষায় রয়েছে।

রোহিঙ্গারা যাতে এ দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির কর্মকর্তারা সীমান্ত পাহারা দেওয়াসহ সর্তক অবস্থানে রয়েছেন।   

নাইক্ষ্যংছড়ি-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনজুরুল হাসান খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।