ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাদ পড়া হজযাত্রীদের সৌদি যেতে বিমানের ৮ ফ্লাইট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
বাদ পড়া হজযাত্রীদের সৌদি যেতে বিমানের ৮ ফ্লাইট 

ঢাকা: বাদ পড়া হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিতে রোব ও সোমবার (২৭ ও ২৮ আগস্ট) অতিরিক্ত ৮টি ফ্লাইট চালানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

শনিবার (২৬ আগস্ট) বিকেলে মোবাইলে পাঠানো এক বার্তায় সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, সৌদি আরবের জেনারেল অথোরিটি অব সিভিল এভিয়েশন বিমানকে ২৭ ও ২৮ আর দু’দিন হজ ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে।

তাই এখনও যারা সৌদি আরবে যেতে পারেননি সেসব হজযাত্রীকে সেখানে পৌঁছে দিতে দু’দিনে আটটি ফ্লাইট চালানো হবে।

এদিকে শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটের স্থগিত হওয়া ফ্লাইটটি (বিজি ১৫১১) রাত ১টায় জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে বলে জানিয়েছেন শাকিল মেরাজ।  

আরও পড়ুন>>
** 
হজযাত্রীদের সৌদি পাঠাতে অতিরিক্ত ফ্লাইট চলবে

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।