bangla news

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-২৬ ১২:০৩:০৩ এএম
ফাইল ফটো

ফাইল ফটো

কুষ্টিয়া: কুষ্টিয়ার পোড়াদহে রাজশাহীগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনসহ বগি উদ্ধার হওয়ার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকালে লাইনচ্যুত ইঞ্জিনসহ বগি উদ্ধার হওয়ার পর ৯টা ২০ মিনিটে পোড়াদহ স্টেশনে আটকে থাকা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

পোড়াদহ স্টেশন মাস্টার শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। পরে সকালে উদ্ধার কাজ শেষ হলে পোড়াদহ স্টেশনে আটকে থাকা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহীগামী সাগরদাঁড়ী একপ্রেস ট্রেন পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে হঠাৎ করে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০১৭
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ট্রেন সার্ভিস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2017-08-26 00:03:03