ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোয়ালন্দ রুটে ৭ দিন পর ট্রেন চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
গোয়ালন্দ রুটে ৭ দিন পর ট্রেন চলাচল শুরু গোয়ালন্দ রুটে ৭ দিন পর ট্রেন চলাচল শুরু

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ বাজার রেল স্টেশন থেকে গোয়ালন্দ ঘাট রেল স্টেশন পর্যন্ত লাইনে বন্যার পানি ওঠায় ছয় কিলোমিটার রুটে টানা সাতদিন বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল থেকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয় বলে জানান রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার এসএম কামরুজ্জামান।

তিনি বাংলানিউজকে বলেন, বন্যার পানি ওঠায় ১৭ আগস্ট থেকে ওই ছয় কিলোমিটার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে রেল লাইন থেকে বন্যার পানি পুরোপুরি নেমে যায়।  

পরে লাইনের মেরামতের কিছু কাজ করে সাত দিন বন্ধ থাকার পর শুক্রবার (২৫ আগস্ট) বিকেল থেকে ওই রুটে ট্রেন চালানো শুরু হয়। এখন থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।