bangla news

ইঞ্জিন লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-২৫ ১১:৪২:৫১ এএম
ফাইল ফটো

ফাইল ফটো

কুষ্টিয়া: কুষ্টিয়ার পোড়াদহে রাজশাহীগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পোড়াদহ স্টেশন মাস্টার শরীফুল ইসলাম জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহীগামী সাগরদাঁড়ী একপ্রেস ট্রেন পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে হঠাৎ করে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারে ঈশ্বরদীতে রিলিফ ট্রেনকে খবর দেয়া হয়েছে। যোগাযোগ স্বাভাবিক হতে সময় লাগবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ২৫ আগস্ট, ২০১৭
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ট্রেন সার্ভিস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2017-08-25 11:42:51