ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বন্যার্তদের মাঝে ওরকা’র ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
বন্যার্তদের মাঝে ওরকা’র ত্রাণ বিতরণ বন্যার্তদের মাঝে ওরকা’র ত্রাণ বিতরণ/ছবি: সংগৃহিত

ঢাকা: বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়ন ও গজারিয়ার চরের বন্যার্ত প্রায় ৩’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশনের (ওরকা) উদ্যোগে শুক্রবার (২৫ আগস্ট) সংস্থাটি ভাইস প্রেসিডেস্ট মো. শামসুর রহমান পলিনের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ ত্রাণ বিতরণ করে।

পরে আইএসপিআর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওরকা সব সময় জনহিতকর কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংস্থাটি দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী, ওষুধ ও জরুরি প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করেছে সংস্থাটি।

ইতোমধ্যে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, নীলফামারী, গাইবান্ধা জেলায় ত্রাণ বিতরণ করেছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।