ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষাবোর্ড সচিব গুলিবিদ্ধের ঘটনায় ২ কনস্টেবল বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
শিক্ষাবোর্ড সচিব গুলিবিদ্ধের ঘটনায় ২ কনস্টেবল বরখাস্ত

ঢাকা: রাজধানীর গুলশানে অভিজাত হোটেল দ্য ওয়েস্টিনের সামনে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ঘটনার সময় ওয়েস্টিনের সামনে দায়িত্বরত পুলিশ সদস্য ইমরান ও আশরাফুলকে বরখাস্ত করা হয়।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে তদন্তে দুই পুলিশ সদস্যের কাজে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের সাময়িক বরাখাস্ত করা হয়েছে। আর ঘটনা তদন্তে গুলশান জোনের সহকারী কমিশনার (পেট্রোল) রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।  

ঘটনা তদন্ত করে কমিটিকে একদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান ডিসি মোস্তাক আহমেদ।  

এর আগে বৃহস্পতিবার রাতে হোটেল ওয়েস্টিনের সামনের সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যের শর্টগানে গুলি ভরার সময় অসাবধানতাবশত তা গিয়ে লাগে পথচারী শাহেদুল খবিরের শরীরে।  

এ ঘটনার পর থেকে গুলিবিদ্ধ শাহেদুল ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।  

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বর্তমানে গুলিবিদ্ধ শাহেদুল শঙ্কামুক্ত রয়েছেন।  

আরও পড়ুন:
** 
পুলিশের শর্টগানের গুলিতে আহত শিক্ষাবোর্ড সচিব

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এসজেএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।