ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
আদিতমারীতে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তার তীরবর্তী বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠে এক হাজার বন্যার্তের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।

বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়ার উদ্যোগে এক হাজার বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুশান্ত সরকার, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায়, মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, কালের কন্ঠের রংপুর অফিস প্রধান স্বপন চৌধুরী, কালের কন্ঠের সহ-সম্পাদক জাকারিয়া জামান, বাংলাদেশ প্রতিদিনের সহকারী বার্তা সম্পাদক খন্দকার মাহবুব আলম, ডেইলি সানের অফিসার এএইচ আর তারেক বিশ্বাস, মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, মহিষখোচা ইউপি সচিব আজহারুল ইসলাম আতিক প্রমুখ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।