ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদ দেখা গেছে, ২ সেপ্টেম্বর ঈদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
চাঁদ দেখা গেছে, ২ সেপ্টেম্বর ঈদ প্রতিকী ছবি

ঢাকা: বাংলাদেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২ সেপ্টেম্বর শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার কথা জানান।

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৮ সনের জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে।

বৃহস্পতিবার জিলহজ্ব মাস শুরু হবে। সে হিসেবে আগামী ২ সেপ্টেম্বর হিজরি জিলহজ্ব মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে চাঁদ দেখা কমিটির সূত্র বাংলানিউজকে জানায়, বুধবার প্রথমে গোপালগঞ্জ, নরসিংদী এবং কক্সবাজারের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়। এরপর পর্যায়ক্রমে দেশের অধিকাংশ স্থান থেকেই চাঁদ দেখতে পাওয়ার কথা জানা যায়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
পিএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।