ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে ১৬শ’ নির্ধারিত স্থানে হবে পশু কোরবানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
বরিশালে ১৬শ’ নির্ধারিত স্থানে হবে পশু কোরবানি বরিশালে ১৬শ’ নির্ধারিত স্থানে হবে পশু কোরবানি

বরিশাল: প্রবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনী, বাস ও নৌ যান মালিক সমিতিসহ সামাজিক সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছে বরিশাল জেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে বরিশাল জেলা প্রশাসকের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. হাবিবুর রহমান।

সভায় জানানো হয়, বরিশাল জেলায় কোরবানির জন্য এক হাজার ৬৬৫টি স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানের বাহিরে পশু কোরবানি দিলে নিজ দায়িত্বে তা পরিষ্কার করতে হবে।

অপরদিকে লঞ্চ মালিকদের দৃষ্টি আকর্ষণ করে সভায় জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই করে নদীতে লঞ্চ চলাচল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।