ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় যানবাহন (ফাইল ছবি)

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকার ৩ নম্বর ঘাট পন্টুনটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে নৌরুটের উভয় ফেরিঘাট মিলে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানাবাহন। 

ফেরির ধাক্কায় ঘাট পন্টুনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পন্টুনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পন্টুনটি দিয়ে যানবাহন পারাপার সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

নদীতে প্রচণ্ড স্রোতের কারণেও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।  

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উভয় ফেরিঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ১৬টি ফেরির মধ্যে ১৩টি ফেরি যানবাহন ও যাত্রী পারাপারে চলাচল করছে। যান্ত্রিক ত্রুটির কারণে পাটুরিয়া ঘাটে মেরামতে রয়েছে ৩টি ফেরি। তবে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফেরিতে যানবাহন উঠানামা করার সবগুলো পন্টুন স্বাভাবিক রয়েছে।  

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক মিলে সাড়ে ৩শ’ যানবাহন পারপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে জানান, সকাল পৌনে ৭টার দিকে যানবাহন বোঝাই একটি ফেরির ধাক্কায় পাটুরিয়া ফেরিঘাট এলাকার তিন নম্বর ঘাট পন্টুনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।  

ঘাটটি দিয়ে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির কারণে পন্টুনটির মেরামত কাজ শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি কমে গেলে পন্টুনটির মেরামত কাজ শুরু হবে।

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় কোনো যাত্রীবাহী পরিবহন না থাকলেও দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।