ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্যাসের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জুন ২০, ২০১০

নারায়ণগঞ্জ: আজ রোববার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় গ্যাসের দাবিতে কয়েক হাজার মানুষ ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশের আশ্বাসের ভিত্তিতে সকাল সাড়ে দশটার দিকে অবরোধ তুলে নেয় তারা।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ফতুল্লা উপজেলার মাসদাইর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে অবস্থান নিতে শুরু করে। ধীরে ধীরে কয়েক হাজার মানুষ সড়কে এসে জড়ো হন।

পুলিশ অবরোধ তুলে দিতে চেষ্টা করলে জনতার সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় উত্তেজিত জনতা দুটি বাসে ভাংচুর চালায়।

ফতুল্লা থানার অফিসার ইন চার্জ (ওসি) জীবন কান্তি সরকার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, হঠাৎ করেই জনতা সড়ক অবরোধ করায় তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে দেয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সঙ্কটের সমাধান করা হবে এমন আশ্বাস  পেয়ে জনতা অবরোধ তুলে নেয়।

শিল্পপ্রধান এলাকা বলে ফতুল্লায় বিপুল সংখ্যক শ্রমিকের বাস। শ্রমিকরা ছাড়াও গৃহিনীরাও  এ অবরোধ কর্মসূচিতে অংশ নেন।

অবরোধ কর্মসূচির সমন্বয়কারী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুল আউয়াল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘সাত-আট মাস ধরেই গ্যাস সঙ্কটের কথা বিভিন্নভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হয় নি। এ কারণেই আজ অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। ’    

একটি সূত্র জানায় গত মধ্যরাতে গোপনে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে পুরো এলাকায় তা জানিয়ে দেওযা হয়।

এদিকে অবরোধের কারণে রাস্তায় আটকা পড়া মানুষ চরম দুর্ভোগে পড়েন।

বাংলাদেশ সময় সকাল ০৯:১৮ মিনিট, ২০/০৬/২০১০
প্রতিনিধি/একে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।