ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ চালু

টাঙ্গাইল: প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ চালু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি রেলসেতু পার হওয়ার মধ্য দিয়ে এই যোগাযোগ শুরু হয়।

রেলওয়ের পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী বাংলানিউজকে জানান, রোববার (২০ আগস্ট) সকালে বন্যার পানির স্রোতে পৌলি রেল সেতুর দক্ষিণ পাশের অ্যাপ্রোচের অংশে প্রায় ২০ ফুট মাটি ধসে যায়।

প্রায় ৩০০ কর্মী ওই দিন সকাল থেকে সেতুটির মেরামত কাজ শুরু করে। এরপর সোমবার বিকেল সেতুটি ট্রেন চলাচলের উপযোগি হয়।

রেলওয়ে পাকশী বিভাগের ব্যবস্থাপক অশিম কুমার তালুকদার বাংলানিউজকে জানান, সেতুটি এখন ঝুঁকিমুক্ত। তবে সেতুটির ওপর দিয়ে এখন ধীর গতিতে ট্রেন পার হতে হবে।

রেলওয়ের পশ্চিম অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলম বাংলানিউজকে জানান, খুব দ্রুত সময়ের মধ্যে সেতুটি মেরামত করা হয়েছে। আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।

**পৌলির রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালু
**উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
**কালিহাতীতে অবৈধ মাটি উত্তোলনের কারণে রেলসেতুতে ধস

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।