ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পৃথিবীর উচ্চতম ম্যারাথনে ঢাবি শিক্ষার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
পৃথিবীর উচ্চতম ম্যারাথনে ঢাবি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন ইমতিয়াজ আল

ঢাকা: পৃথিবীর উচ্চতম ম্যারাথনে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মোহাম্মদ ইমতিয়াজ আলম।

সোমবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন শিক্ষার্থী ইমতিয়াজ আলম।

একইদিন দুপুরে ঢাবির জনসংযোগ দফতরের উপ-পরিচালক মাহমুদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, শিক্ষার্থী ইমতিয়াজ আলম ঢাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

মাদকমুক্ত সুস্থ তরুণ সমাজ গঠনের লক্ষে ভারতের হিমাচল প্রদেশে একটি পর্বত অভিযান ও একটি ম্যারাথনে ইমতিয়াজ অংশ নেওয়ার জন্য যাবেন।

চব্বিশ দিনের এই অভিযানে তিনি মাউন্ট স্টক কাংরি (২০,১৮৭ ফুট) পর্বতের চূড়া স্পর্শ করবেন এবং সমুদ্র পৃষ্ঠ থেকে ১১ হাজার ফুট উচুতে পৃথিবীর উচ্চতম ম্যারাথন ‘লাদাখ ম্যারাথনে’ ৪২ দশমিক ২ কিলোমিটার দৌঁড়াবেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এএটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad