ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় শিক্ষিকা ধর্ষণ মামলার এক আসামির আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
বরগুনায় শিক্ষিকা ধর্ষণ মামলার এক আসামির আত্মসমর্পণ

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় শিক্ষিকা ধর্ষণের ঘটনায় মো. জুয়েল নামে এজাহারভুক্ত এক আসামি আত্মসমর্পণ করেছেন।

সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে আত্মসমর্পণের জন্য উপজেলার হোসনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকানের কাছে আসেন জুয়েল। পরে ইউপি চেয়ারম্যান তাকে পুলিশে সোপর্দ করেন।

জুয়েল বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের মো. আবদুর রহমানের ছেলে ও এ মামলার তিন নম্বর আসামি।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বাংলানিউজকে বলেন, জুয়েলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।