ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে ইভটিজিংয়ের অভিযোগে দুইজন আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামে ইভটিজিং-এর অভিযোগে শনিবার সন্ধ্যায় দু’জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

জানা যায়, একই গ্রামের আবদুল মতিনের ছেলে মাকসুদ আলম (১৮) এবং ইসমাইল হোসেনের ছেলে মোঃ রাসেল (২০) জনৈক কিশোরীকে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে উত্ত্যক্ত করতো।



শনিবার বিকালে টুমচর গ্রামে আসাদ একাডেমির সামনে মেয়েকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় জনতা তাদের ধরে ফেলে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান একপর্যায়ে পুলিশকে জানালে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইসমাইল মিয়া বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে দুইজনকে আটকের কথা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৫ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।