ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মায় পানি বৃদ্ধি, তলিয়ে রয়েছে কাঁঠালবাড়ীর ২টি ফেরিঘাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
পদ্মায় পানি বৃদ্ধি, তলিয়ে রয়েছে কাঁঠালবাড়ীর ২টি ফেরিঘাট

মাদারীপুর: দিন দিন পদ্মার পানি বেড়েই চলেছ। বর্তমানে পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফেরিঘাট ডুবে গিয়ে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

রোববার (২০ আগস্ট) ভোরে সরেজমিনে দেখা যায়, জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ীর দুইটি ফেরিঘাটের পন্টুন পানির নিচে তলিয়ে রয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সংশ্লিষ্টরা জানান, কাঁঠালবাড়ীর চারটি ঘাটের মধ্যে তিনটি ফেরিঘাট দুইদিন ধরে পানির নিচে তলিয়ে রয়েছে।

কয়েকদিন আগে ইট ও বালু বোঝাই বস্তা ফেলে একটি ঘাট মেরামত করা হয়েছে। অন্য দুটি ঘাটের পন্টুন পানিতে তলিয়ে থাকলেও পানির মধ্য দিয়েই ফেরিতে গাড়ি উঠানো হতো। ভোর থেকে নদীতে পানি বেড়ে যাওয়ায় ঘাট দুইটি তলিয়ে গিয়ে পুরো অকেজো হয়ে পড়ে। এর ফলে ফেরি চলাচল কমে যাওয়ায় কাঁঠালবাড়ী ঘাটে বেড়েই চলেছে পরিবহনের সংখ্যা।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে বলেন, সকাল থেকে তলিয়ে যাওয়া ঘাট দুইটি মেরামতের কাজ চলছে। সন্ধ্যার মধ্যে ঘাট দুইটি স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।