ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ থাকবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ থাকবে না গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা- ছবি- রানা

ঢাকা: শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ থাকবে না মন্তব্য করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, শেখ হাসিনার স্থান নেওয়ার মতো এখনও কোনো নেতৃত্ব তৈরি হয়নি।

রোববার (২০ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।  

নুরুল ইসলাম বিএসসি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যারা মেনে নিতে পারেনি তারাই ২১ আগস্ট আঘাত করেছে।

বিচারপতি নিয়ে সম্প্রতি যেসব কথাবার্তা হচ্ছে তার কোনো ভিত্তি নেই।  

তিনি আরো বলেন, ৬০ এর দশক থেকে ষড়যন্ত্র চলে আসছে। শেখ হাসিনা নেতৃত্ব থাকলে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। লন্ডনে বসে যে ষড়যন্ত্র হচ্ছে তা শুধু যুবলীগই প্রতিহত করতে পারে।

যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।