ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে রেল স্বাভাবিক হবে সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৭, আগস্ট ২০, ২০১৭
উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে রেল স্বাভাবিক হবে সোমবার রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেন

ঢাকা: টাঙ্গাইলের রেলসেতুর গার্ডার ভেঙে পড়ায় উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আরও ২৪ ঘণ্টা পর স্বাভাবিক হবে বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেন।

রোববার (২০ আগস্ট) সকালে কমলপুর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন রেলের ডিজি।

‘আগামী একদিনের মধ্যে মেরামত কাজ শেষ হবে।

আমরা খুব দ্রুত চেষ্টা করছি’ জানান ডিজি।

তিনি বলেন, মেরামত করে ২৪ ঘণ্টা পর সোমবার থেকে রেল যোগাযোগ পুনরায় চালু করা যাবে।
 
এই পরিস্থিতিতে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানান রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন।

স্টেশন ম্যানেজার সিতাংশু বাংলানিউজকে জানান, সেতুর ওইপারে ৩টি ট্রেন আটকে আছে। এদিকে ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটিও ছেড়ে যায়নি। ঢাকায় এবং বিমানবন্দর স্টেশনের মধ্যে আটকে আছে আরও ৩টি ট্রেন।

সকাল ৬টার দিকে স্থানীয়রা রেল সেতুর এপ্রোচ মাটি সরে যেতে দেখে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করে। এরপর স্থানীয়রা লাল কাপড় টানিয়ে সতর্ক বার্তা প্রদর্শন করে। ঘটনাস্থলে রেলওয়ের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।  

**উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।