ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিয়ের প্রলোভন দেখিয়ে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
বিয়ের প্রলোভন দেখিয়ে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ

ঢাকা: বিয়ের প্রলোভন দেখিয়ে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল আরিফুল ইসলামের বিরুদ্ধে আরেক নারী পুলিশ সদস্যকে (কনস্টেবল) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮ টায় শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ওই নারী কনস্টেবল। মামলা নম্বর ৩৪।

মামলার এজাহারে কনস্টেবল আরিফুলের বিরুদ্ধে ওই নারীকে, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ’ করার কথা উল্লেখ করা হয়েছে।

পুলিশের শাহজাহানপুর থানার ডিউটি অফিসার সঞ্জয় কুমার দাস বাংলানিউজকে বলেন, আজ থেকে এক থেকে দেড় মাস  আগে মালিবাগের হোটেল মৌচাকের ৬ষ্ঠ তলার ৬০৬ নম্বর রুমে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারী পুলিশ সদস্যকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয় মামলায়।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারী কনস্টেবলকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
এজেডএস/এমএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।