ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ রহীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ, কাশিরাম বেলপুকুর ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী।

ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বাংলানিউজকে জানান, বন্যায় কাশিরাম বেলপুকুর ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেন জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ‍আগস্ট ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।