ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রানী ভবানী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

নাটোর: অধ্যক্ষ মোজাম্মেল হকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ এনেছেন নাটোরের রানী ভবানী মহিলা কলেজের ছাত্রীরা। নির্যাতনের প্রতিকার চেয়ে কলেজের ২৫০ জন ছাত্রী শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছেন।



শনিবার নির্যাতিত ছাত্রীরা নাটোরের টিভি রিপোর্টাস অ্যাসোসিয়েশন কার্যালয়ে উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে তাদের ওপর অধ্যরে নির্যাতনের বর্ণনা দেন।

ছাত্রীরা জানান, অধ্যক্ষ সব ছাত্রীকে বোরকা পরে কলেজে আসার নির্দেশ দিয়েছেন। এছাড়া দ্বিগুন বহরের মার্কিন সাদা কাপড়ের ওড়না দিয়ে মাথা ঢেকে আসতে বলেছেন। তার এই নির্দেশ না মানলে কলেজ গেট থেকে তাদের বিদায় করে দেওয়া হয়। এর প্রতিবাদ করে অনেক ছাত্রী শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন।

এ বিষয়ে কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা বলেন,  ‘ছাত্রীরা বাধ্য হয়েই অভিযোগ করেছে। ’

অনার্স প্রথম বর্ষের ছাত্রী পরিচয় প্রকাশ না করার শর্তে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘চলতি বছরের জুন মাসে কলেজে যোগ দিয়েই অধ্যক্ষ বিভিন্ন নিয়ম জারি করেন। তার নিয়ম না মানলে অশ্লীল গালি-গালাজ করে কলেজ গেট থেকে বের করে দেওয় হয়। ’

কলেজ হোস্টেলে থাকা একাদশ শ্রেণীর হিন্দু সম্পদায়ের এক ছাত্রী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, বাইরের ছাত্রীদের চেয়ে হোস্টেলে থাকা ছাত্রীরা অধ্যক্ষের হাতে বেশি নির্যাতিত হচ্ছে। বোরকা না পরায় অধ্যক্ষ হোস্টেলের ছাত্রীদের বেশ কয়েকবার লাঠি নিয়ে মারতে এসেছেন। তিনি কলেজে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন। ’

ছাত্রীদের অভিযোগের সত্যতা যাচাই করতে কলেজে যোগাযোগ করা হলে জানানো হয়, অধ্যক্ষ ঢাকায় ট্রেনিংয়ে আছেন।

পরে এ ব্যাপারে সরাসরি অধ্যক্ষ মোজাম্মেল হকের মোবাইলে যোগাযোগ করা হলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, আমি পাগল নই যে ছাত্রীদের নির্যাতন করব। আমি শুধু তাদের বোরকা পড়ে আসার জন্য বলেছি। তবে তা বাধ্যতামূলক নয়। ’

এরপর তিনি অভিযোগ করে বলেন, ‘কলেজের কম্পিউটার শিক্ষক বিকাশজ্যোতি কুণ্ডু তার অনিয়ম ধামাচাপা দিতে ছাত্রীদের দিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন। ’

বিকাশজ্যোতি কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সঠিক তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ’

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।