ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া: পূর্ব শত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে মো. ওবায়দুল্লাহ্ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার অষ্টগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ্ অষ্টগ্রামের হামদু মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। গুরতর আহত ওবায়দুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭ 
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।