ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর আজিমপুর এলাকায় গোসল করতে নেমে পুকুরের পানিতে তলিয়ে রাকিব হাসান রায়হান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রাকিব হাসান আজিমপুর অগ্রণী কলোনির ভাড়াটিয়া মজিবুর রহমানের ছেলে ও স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেনির ছাত্র।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে কলোনির একটি পুকুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিদর্শক মাহমুদ বাংলানিউজকে জানান, দুপুর ওই পুকুরের গোসল ন‍ামে রায়হানসহ ৪ থেকে ৫জন। এক পর্যায়ে রায়হান পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল পুকুরের তলদেশ থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।