ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রেলে ঈদের অগ্রিম টিকিট ১৮ আগস্ট থেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
রেলে ঈদের অগ্রিম টিকিট ১৮ আগস্ট থেকে রেলে ঈদের অগ্রিম টিকিট ১৮ আগস্ট থেকে/ছবি: সুমন শেখ

ঢাকা: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৮ আগস্ট থেকে। চলবে ২২ আগস্ট পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি ২৫ থেকে শুরু হয়ে চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

এছাড়া ২৮ আগস্ট থেকে ঈদেরর আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেন চলাচল করবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ে এক বিফ্রিংয়ে রেলমন্ত্রী মুজিবুল হক এসব তথ্য জানান।



মন্ত্রী জানান, ১৮ তারিখে পাওয়া যাবে ২৭ আগস্টের টিকিট, ১৯ তারিখে ২৮ আগস্টের টিকিট, ২০ তারিখে ২৯ আগস্টের টিকিট, ২১ তারিখে ৩০ আগস্টের টিকিট এবং ২২ তারিখ পাওয়া যাবে ৩১ আগস্টের টিকিট।

টিকিট বিক্রির জন্য কমলাপুরে মোট ২৩টি কাউন্টার থাকবে। এর মধ্যে দু’টি কাউন্টার থাকবে শুধু নারীদের জন্য। ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে সব আন্তঃনগর।

ঈদে সারাদেশে দিনে প্রায় ২ লাখ ৬০ থেকে ৬৫ হাজার যাত্রী আনা নেয়া করবে রেল।  ১৩৮টি কোচ বাড়তি যোগ করা হয়েছে।  

২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এবং ঈদের পরে ৩ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।

ঢাকা থেকে দেওয়ানগঞ্জ, রাজশাহী, পার্বতীপুর এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে যাত্রী পরিবহন করবে এসব বিশেষ ট্রেন।

শোলাকিয়া ঈদগায় যাতায়াতের জন্য ঈদের দিন ভৈরববাজার থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রুটে দুটি ট্রেন চালানো হবে।

বন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হলেও ঈদযাত্রার বিষয়টি মাথায় রেখে আলাদা প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের আগে রেললাইন গুলো মেরামত করা যাবে। আমরা সবশেষ চেষ্টা করব। এরপরও সেসব লাইনে ট্রেন চালাতে না পারলে আমরা যাত্রীদের বলে দেব ট্রেন চালাতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭/আপডেটেড ১৬০০
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।