bangla news

ট্রেনের অগ্রিম টিকিট ১৯ আগস্ট থেকে!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১৬ ৫:৫১:০৩ এএম
ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৯ আগস্ট (শনিবার) থে‌কে। এ নিয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রেলভবনে এক বৈঠক অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৬ আগস্ট) রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। 

নির্ভরযোগ্য সূত্রটি বলছে, শনিবার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওইদিন থেকে ২৯ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন রুটে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। 

এদিকে রেলওয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে রেলের টিকিট বিক্রি নিয়ে বৃহস্পতিবার রেল ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। 

বৈঠক শেষে দুপুরে সেখানে এ বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি। 

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এসএ/এমএ/

ক্লিক করুন, আরো পড়ুন :   ট্রেন সার্ভিস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2017-08-16 05:51:03