ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেওয়াল ভেঙে পানি ঢুকছে সৈয়দপুর বিমানবন্দরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
দেওয়াল ভেঙে পানি ঢুকছে সৈয়দপুর বিমানবন্দরে দেওয়াল ভেঙে পানি ঢুকছে সৈয়দপুর বিমানবন্দরে

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। পানির চাপে সৈয়দপুর বিমানবন্দরের দেওয়াল ভেঙে বিমানবন্দরে পানি ঢুকছে।

সোমবার (১৪ ‍আগস্ট) সরেজমিনে বিমানবন্দরের দক্ষিণ অংশে দেওয়াল ভেঙে বিমানবন্দরে ভেতর পানি ঢুকতে দেখা যায়। যেকোনো সময় রানওয়ে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে রানওয়েতে এখনো পানি না ওঠায় বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মানবন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদ।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ বাংলানিউজকে জানান, সৈয়দপুরে দুই হাজার ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এ উপজেলায় ১৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় নেওয়া মানুষদের সরকারি ও স্থানীয়ভাবে খাদ্য সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad