ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্যাস সংযোগের নামে উত্তোলিত টাকা গ্রাহককে হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
গ্যাস সংযোগের নামে উত্তোলিত টাকা গ্রাহককে হস্তান্তর গ্যাস সংযোগের নামে উত্তোলিত টাকা গ্রাহককে হস্তান্তর

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের নামে উত্তোলিত ৩০ লাখ টাকা গ্রাহকের কাছে হস্তান্তর করেছেন উপজেলার শাক্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন।

রোববার (১৩ আগস্ট) বেলা ১২টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের বালুর মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৬৭ জন গ্রাহকের মধ্যে এসব টাকা তুলে দেওয়া হয়।

এছাড়া ইউপি চেয়ারম্যান ব্যাক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত ২০৩ পরিবারের মধ্যে গম বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মনির হোসেন, গোলাপ মেম্বার, হাজী হাসান, মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসী আক্তার সুমি, ছাত্রলীগ নেতা মো. ইমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।