ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে যাত্রীবাহী বাস খাদে: নিহত ১, আহত ৩০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

নরসিংদী: নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।



আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পাটানো হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টায় দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সাহেপ্রতাব নামক স্থানের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নরসিংদী সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম জানান, খাদের পানিতে গাড়িটি ডুবে যাওয়ায় এখনো পুরোপুরি নিশ্চত বলা যাচ্ছে না আরো কেউ মারা গেছে কি-না। প্রচণ্ড বৃষ্টির কারণে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে।

প্রত্যদর্শীরা জানায়, ভৈরব থেকে ঢাকাগামী এরাবিয়ান পরিবহনের একটি যাত্রীবাহি বাস সাহেপ্রতাব নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে খাদের পানিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

বাংলঅদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।