ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শুক্রবার সর্বোচ্চ সাড়ে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

ঢাকা: দেশে শুক্রবার সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ ) সাইফুল চৌধুরী।

তিনি জানান, শুক্রবার পিক আওয়ারে সর্বোচ্চ চার হাজার ৬শ’ ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

যা বর্তমান সরকারের আমলে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন।

তিনি জানান, সম্প্রতি কুইক রেন্টালের আওতায় এগ্রিকোর ইন্টারন্যাশনাল প্রজেক্ট লিমিটেডের তিন বছর মেয়াদে ভাড়া ভিত্তিতে মোট দুইশ’ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তিনটি কেন্দ্রের উৎপাদন শুরু হয়েছে। এছাড়া রক্ষণাবেক্ষনে থাকা কয়েকটি কেন্দ্রে আবার উৎপাদন শুরু হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ২১ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad