শুক্রবার (১১ আগস্ট) দুপুর ১.৩৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, আগুন বিকেল ৩টা ০৫ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
মেজর শাকিল আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই এবং এতে বিমানবন্দরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এসময় তিনি দাবি করেন, এতো দ্রুতমত সময়ে আগুন নিয়ন্ত্রণে এনে বাংলাদেশ ফায়ার সার্ভিস খুবই দক্ষতার পরিচয় দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এজন্য ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রপাতি এবং উন্নত ট্রেনিংয়ের কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এমএ/এসএইচ
আরও পড়ুন
ভেতরে প্রবেশ করছে যাত্রীরা, বাতিল হয়নি ফ্লাইট
বিমানবন্দরে ল্যান্ডিং স্বাভাবিক! উড্ডয়ন বন্ধ
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে
এয়ার ইন্ডিয়া অফিস থেকে আগুনের উৎপত্তি!
শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার
শাহজালাল বিমানবন্দরে আগুন, নেভাতে ফায়ারের ১০ ইউনিট