ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মিথ্যা মামলায় বসুন্ধরা চেয়ারম্যানের জামিন, শোকরিয়া দোয়া ও ইফতার মাহফিল

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১০

বাঞ্ছারামপুর: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক আহমেদ আকবর সোবহান মিথ্যা মামলা থেকে জামিন পাওয়ায় শোকরিয়া আদায় করা হয়েছে।

শুক্রবার ইফতার শেষে বাঞ্ছারামপুর উপজেলার মসজিদে-মসজিদে এই বিশেষ শোকরিয়া দোয়া এবং গরীব-অনাথদের মাঝে ইফতারীর বিতরণ করা হয়।



দোয়া ও ইফতারের আয়োজন করে বাঞ্ছারামপুরের বসুন্ধরা কল্যাণ সমিতি, শুভসংঘ, বসুন্ধরা ফাউন্ডেশন এবং সদর উপজেলার আমেনা মার্কেটের ব্যবসায়ীক সংগঠন। এতে দলমত নির্বিশেষে মুসুল্লীরা অংশ নেন।

উল্লেখ্য, সরকারি সম্পত্তি জবর দখলের মিথ্যা অভিযোগে ঢাকার বাড্ডা থানায় পুলিশের অপরাধ দমন সংক্রান্ত টাস্কফোর্স-১ এর পরিদর্শক মো. সালাউদ্দিন ২০০৭ সালের ৭ জুন মামলাটি দায়ের করেন। ১৯ আগস্ট ঢাকার মহানগর হাকিম এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক আহমেদ আকবর সোবহানকে জামিনে মুক্তি দেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।