ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ফ্লাইট নিয়ে যাত্রীদের অনিশ্চয়তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
শাহজালালে ফ্লাইট নিয়ে যাত্রীদের অনিশ্চয়তা শাহজালালে টার্মিনালের বাইরে যাত্রীরা-ছবি-দীপু মালাকার

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় ফ্লাইট নিয়ে যাত্রীরা অনিশ্চয়তায় রয়েছেন। আগুন লাগার পর বিমান বন্দরের টার্মিনাল থেকে সব যাত্রীদের বের করে দেওয়া হয়েছে। সময়মতো যাত্রা করতে পারবেন কিনা সেটি নিয়ে চিন্তায় রয়েছেন তারা। 

শুক্রবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫০মিনিটে বিমানবন্দরের এয়ার ইন্ডিয়ার অফিস থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।  

প্রত্যক্ষদর্শী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা রিমন ইসলাম বাংলানিউজকে বলেন, আমি ভেতরে কাজ করছিলাম।

হঠাৎ দেখি এয়ার ইন্ডিয়ার অফিস থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে এগিয়ে দেখি আগুন লেগেছে। এ সময় পুরো টার্মিনাল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে সবাইকে বাইরে বের করে দেওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আবুধাবিগামী যাত্রী আলিম বাংলানিউজকে বলেন, চেকিংয়ের জন্য টার্মিনালে অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখি ধোঁয়ায় টার্মিনাল অন্ধকার হয়ে গেছে। পরে দৌড় দিয়ে বের হয়ে আসি।  

তিনি বলেন, সময়মতো যাত্রা করতে পারবো কিনা তা নিয়ে চিন্তায় আছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক এপিবিএন কর্মকর্তা বলেন, বিমানবন্দরে হজ যাত্রীসহ অন্য যাত্রীরা ছিলেন। নিরাপত্তার স্বার্থে সবাইকে বের করে দেওয়া হয়েছে। এর ফলে স্বাভাবিকভাবেই ফ্লাইট বিলম্ব হতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা আগস্ট ১১, ২০১৭
এমএসি/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ