ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় বাউল শিল্পি ধর্ষণ মামলায় গ্রেফতার ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
আশুলিয়ায় বাউল শিল্পি ধর্ষণ মামলায় গ্রেফতার ২ ছবি: প্রতীকী

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ডেকে এনে বাউল শিল্পিকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ রাজ্জাক ও আতাউর নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১১ আগস্ট) সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার (৯ আগস্ট) আশুলিয়ার আউকপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে নারায়ণগঞ্জ থেকে এক বাউল শিল্পিকে ডেকে আনে কয়েক ব্যক্তি।

পরে তাকে একটি কক্ষে আটক রেখে ৮-১০ জন রাত ভর ধর্ষণ করে। পরে তারা সকালে পালিয়ে যায়।

পরবর্তীতে ওই বাউল শিল্পি আশুলিয়া থানায় হাজির হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করেন। পরে পুলিশ আশুলিয়ার বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে ঘটনায় সঙ্গে জড়িত রাজ্জাক ও আতাউর নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজেক বলেন, গ্রেফতার দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

অভিযান শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad