ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৩০ লাখ টাকার স্বর্ণের বার জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
শাহজালালে ৩০ লাখ টাকার স্বর্ণের বার জব্দ শাহজালালে স্বর্ণের বার জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ পিস স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। 

শুক্রবার (১১ আগস্ট) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ‍কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সাইদুল ইসলাম।  
 
তিনি বাংলানিউজকে জানান, মালয়েশিয়া থেকে আসা মালিন্দো এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ওডি১৬২ বৃহস্পতিবার (১০ আগস্ট) দিনগত রাতে শাহজালালে অবতরণ করে।

এরপর মালয়েশিয়া থেকে আসা দুই যাত্রী ঢাকার ফজর আলী ও কুমিল্লার মো. কামাল হোসেনকে সন্দেহজনভাবে কাস্টমস হলে নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে ৬ পিস স্বর্ণ বার উদ্ধার করা হয়।  

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসজে/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।