ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
শাহজালালে দেড় কেজি স্বর্ণ উদ্ধার উদ্ধারকৃত স্বর্ণ

ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর  থেকে ১ কেজি ৪শ' গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

বৃহস্পতিবার ( ১০ আগস্ট) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম।

তিনি বাংলানিউজকে জানান, সিঙ্গাপুর থেকে রওনা হয়ে সন্ধ্যায় শাহজালালে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিজি ০৮৫ ফ্লাইট) দুই যাত্রী আনোয়ার হোসেন ও তপন চন্দ্র পাল বিমান বন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাদের ব্যাগেজ স্ক্যান করা হয়।

  এ সময় ব্যাগে থাকা ৮টি ডোর লকের ভিতর থেকে ৬১ টুকরো কাটা স্বর্ণবার উদ্ধার করা হয়।  যার মোট ওজন ১ কেজি ৪শ' গ্রাম।

সাইদুল ইসলাম আরও বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর বাজার মূল্য ৭০ ল‍াখ টাকা।  কাস্টমস আইনে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ১০,২০১৭
এসজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।